বকশিগঞ্জ নুর ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডক্টরস ডে ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
লোকালয় নিউজ ডেস্ক / ০১-১০-২০২৫
মনিরুজ্জামান মনু:- জামালপুরের বকশিগঞ্জ নুর ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে পল্লী চিকিৎসকদের নিয়ে ডক্টরস ডে ও ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১অক্টোম্বর দুপুরে পৌর শহরের নুর ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বিভিন্ন উপজেলা পল্লী চিকিৎসকদের ডক্টরস ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঙ্গু হাসপাতালের ইস্পাইন ও অর্থ পেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আর করিম রেজা,ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ এর সঞ্চালনায়, এবং নুর ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ব্যাবস্থপনা পরিচালক ডাঃ জয়নাল আবেদীনের সভাপত্বিতে, এ সময় বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ সচিব মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় গুরা সদস্য এডভোকেট নাজমুল হক সাইদী, উপজেলা জামায়াতে ইসলামী আমির শফিকুল্লাহ বিএসইসি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগন্জ্ঞ পৌর বিএন পির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, জাতীয় নাগরিক পাটির উপজেলা প্রধান সমন্নয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক,বেসরকারি কিল্নিক সমিতির নেতা জুলফিকার আলি খুকন,
চিকিৎসা সেবার নুর ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ভুমিকা ও পল্লী চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক পর্যয়ে চিকিৎসা সেবা নিয়ে প্রপ্তি নিয়ে আলোচনা করেন। পড়ে এই উপলক্ষে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.